সাউদিয়ার ঢাকাগামী ফ্লাইট ৩ ঘণ্টা উড়ে ফিরে গেল ওমান

Passenger Voice    |    ০১:৩৯ পিএম, ২০২৩-১২-২৬


সাউদিয়ার ঢাকাগামী ফ্লাইট ৩ ঘণ্টা উড়ে ফিরে গেল ওমান

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সাউদিয়া) ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের তিন ঘণ্টা পর ওমানের মাস্কাটে অবতরণ করেছে। সাউদিয়া বলছে, ফ্লাইটটি মাস্কাটে টেকনিক্যাল ল্যান্ডিং (কারিগরি কারণে অবতরণ) করেছে। ফ্লাইটের যাত্রী সংখ্যা জানা না গেলেও অধিকাংশই বাংলাদেশি প্রবাসী শ্রমিক ও ওমরাহফেরত।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোরে এই ঘটনা ঘটে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, সাউদিয়ার এসভি-৮০৬ ফ্লাইটটি স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে এটি মধ্যরাত ৩টায় রওনা হয়। উড্ডয়নের আড়াই ঘণ্টার মাথায় পাইলট ফ্লাইটটি টেকনিক্যাল ল্যান্ডিং করানোর সিদ্ধান্ত নেন। কিছুটা পথ ফিরে পার্শ্ববর্তী মাস্কাট বিমানবন্দরে অবতরণ করেন পাইলট।

এবিষয়ে সাউদিয়ার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, যাত্রীদের একই ফ্লাইটে ওমান থেকে দেশে ফিরিয়ে আনা হবে। বাংলাদেশ সময় রাত সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

এসভি-৮০৬ ফ্লাইটটি বোয়িং-৭৭৭ (৩৬৮ ইআর) মডেলের এয়ারক্র্যাফট দিয়ে পরিচালিত হচ্ছিল।


প্যা/ভ/ম